মুক্তো গড়ালে চোখে আমার, রক্ত ঝরাত তোমার বুক। মুক্তো গড়ালে চোখে আমার, রক্ত ঝরাত তোমার বুক।
ঠাকুমা আমার মুখে মুগ্ধ চোখে তাকাতো। ঠাকুমা আমার মুখে মুগ্ধ চোখে তাকাতো।
সময়ের আগে কোন মানবের “অন্তর মৃত্যু” যেন না হয় সময়ের আগে কোন মানবের “অন্তর মৃত্যু” যেন না হয়
স্তব্ধতা বলে ঘুম আসেনি আজও আরেকজনের চোখে ll স্তব্ধতা বলে ঘুম আসেনি আজও আরেকজনের চোখে ll
যমজ ছায়ারা আমার কাছে চিরাচরিত চেয়ে নিচ্ছে ফিরে যাবার মত একটা গোপন শরীর যমজ ছায়ারা আমার কাছে চিরাচরিত চেয়ে নিচ্ছে ফিরে যাবার মত একটা গোপন শরীর
মানুষ যে ভীড়েও একা হয়ে যায় প্রিয়জন হারালে। অতিত হাতড়ে প্রিয় স্মৃতি খুঁজে ফেরে বয মানুষ যে ভীড়েও একা হয়ে যায় প্রিয়জন হারালে। অতিত হাতড়ে প্রিয় স্মৃতি খুঁজ...